মাথা ভাঙ্গা নদীর তীরে গড়ে উঠা চর প্রাগপুরের একটি ঐতিহ্যবাহী অঞ্চল প্রাগপুর ইউনিয়ন । আজ প্রাগপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ১ নং প্রাগপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ২৮ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩৯৬৬২ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৯ টি।
ঙ) মৌজার সংখ্যা-১৩টি।
চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/ ভ্যান।
জ) শিক্ষার হার – ৫১%। (২০১১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৩ টি,
মাধ্যমিক বিদ্যালয়ঃ ৮ টি,
মাদ্রাসা- ১ টি।
ঝ) দায়ীত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ আশরাফুজ্জামান
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান-
১) মসজিদ- ১৯ টি।
২) মন্দির- ১ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – মাথা ভাঙ্গা নদী।
ঠ) ইউনিয়ন পরিষদ স্থাপিত – ১০/০৩/১৯৫০ ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ২৫/০৫/২০১৬ ইং
২) প্রথম সভার তারিখ – ১৬/০৮/২০১৬ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৬/০৮/২০২০ ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
চক বিলগাতুয়া রঘুনাথপুর চক জয়পুর নতুন পাকুড়িয়া
গোপালপুর জামালপুর মাদাপুর দাড়ের পাড়া
মিরের পাড়া বিলগাতুয়া ইসলাম নগর পাকুড়ীয়া
মুসলিমনগর গোড়ারপাড়া জয়পুর প্রাগপুর
মহিষকুন্ডি ময়রামপুর পূ্র্ব মহিষকুন্ডি
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউডিসি উদ্যোক্তা – ২ জন।
৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস